ট্রিগহাইট বিওপি’তে আহত উপজাতি যুবকের তাৎক্ষণিক চিকিৎসা, মানবিকতার দৃষ্টান্ত বিজিবির
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার দুর্গম এলাকায় মানবিক দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধীন ট্রিগহাইট বিওপি’র দায়িত্বপূর্ণ শ্যামচরণপাড়া এলাকায় আহত এক উপজাতি যুবককে তাৎক্ষণিক চিকিৎসাসেবা প্রদান করেছে বিজিবি সদস্যরা।
বিজিবি সূত্রে জানা যায়, আজ সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ১২টার দিকে শ্যামচরণপাড়া এলাকার বাসিন্দা জতীন প্রিয় চাকমা (২৭) দৈনন্দিন কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাজনিতভাবে গুরুতরভাবে আহত হন। এ সময় তিনি কপালের বাম পাশে আঘাতপ্রাপ্ত হন এবং রক্তক্ষরণ শুরু হয়। আশপাশে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না থাকায় আহত অবস্থায় তিনি ট্রিগহাইট বিওপি’তে এসে সহায়তা চান।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বিওপিতে কর্তব্যরত সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে প্রাথমিক চিকিৎসার আওতায় নেন। ব্যাটালিয়ন মেডিক্যাল অফিসারের পরামর্শক্রমে বিওপি’র মেডিক্যাল সহকারী আহত ব্যক্তির কপালের ক্ষতস্থানে প্রয়োজনীয় জীবাণুমুক্ত ড্রেসিং করেন এবং চারটি সার্জিক্যাল সেলাই প্রদান করেন। পাশাপাশি সংক্রমণ রোধ ও ব্যথা উপশমের জন্য প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়।

চিকিৎসা শেষে আহত জতীন প্রিয় চাকমা বিজিবির এ মানবিক উদ্যোগে স্বস্তি প্রকাশ করেন এবং সময়মতো সহায়তা পাওয়ায় কৃতজ্ঞতা জানান। স্থানীয়রাও সীমান্ত এলাকায় বিজিবির এ ধরনের মানবিক কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন।
প্রসঙ্গত, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকায় বসবাসরত মানুষের চিকিৎসা, ত্রাণ ও মানবিক সহায়তায় নিয়মিত ভূমিকা রেখে চলেছে বর্ডার গার্ড বাংলাদেশ, যা স্থানীয় জনগণের সঙ্গে বিজিবির আস্থার সম্পর্ককে আরও সুদৃঢ় করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।