পানছড়ির রাজকুমার পাড়ায় আধিপত্যের লড়াই: জেএসএস ও ইউপিডিএফের গুলি বিনিময়
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের রাজকুমার পাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেএসএস (সন্তু) ও ইউপিডিএফ (প্রসীত)–এর সশস্ত্র গ্রুপের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। সোমবার সকাল থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, সোমবার (২২ ডিসেম্বর) সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিট থেকে রাজকুমার পাড়া এলাকায় জেএসএস (সন্তু)–এর প্রায় ৩৫ থেকে ৪০ জনের একটি সশস্ত্র গ্রুপ এবং ইউপিডিএফ (প্রসীত)–এর ৩০ থেকে ৩৫ জনের একটি সশস্ত্র গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে থেমে থেমে গুলি বিনিময় চলতে থাকে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সূত্র আরও জানায়, সীমান্তবর্তী এলাকায় আধিপত্য প্রতিষ্ঠা, চাঁদাবাজি এবং চোরাচালানের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় রাজকুমার পাড়া এলাকায় এদিন গোলাগুলি ও সশস্ত্র সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং অনেকে নিরাপত্তার আশঙ্কায় ঘর থেকে বের হওয়া সীমিত করেছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে খোঁজখবর রাখা হচ্ছে বলেও স্থানীয় সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।
প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আধিপত্য ও অবৈধ আর্থিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে সশস্ত্র গ্রুপগুলোর মধ্যে এ ধরনের সংঘর্ষ নতুন নয়, যা বারবার স্থানীয় নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রাকে ঝুঁকির মুখে ফেলছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।