মাটিরাঙ্গায় নিরাপত্তা ও সম্প্রীতি জোরদারে সেনা জোনের মাসিক মতবিনিময়

মাটিরাঙ্গায় নিরাপত্তা ও সম্প্রীতি জোরদারে সেনা জোনের মাসিক মতবিনিময়

মাটিরাঙ্গায় নিরাপত্তা ও সম্প্রীতি জোরদারে সেনা জোনের মাসিক মতবিনিময়
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

এলাকার সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা সেনা জোনে নিয়মিত মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় মাটিরাঙ্গা জোন সদর সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জোন অধিনায়ক লেঃ কর্নেল মাসুন খান।

সভায় মাটিরাঙ্গা উপজেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকের ফেক আইডির অপব্যবহার, মাটিরাঙ্গা বাজার এলাকায় ফুটপাত দখল, অগ্নিনির্বাপক ব্যবস্থার প্রস্তুতি, নির্বাচনী প্রচারণা সংক্রান্ত শৃঙ্খলা, শিক্ষা ও স্বাস্থ্য সেবার মান, মাটিরাঙ্গা কলেজের বিভিন্ন অনিয়ম, হাইস্কুল পর্যায়ের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, রিছাং ঝর্ণা ও পর্যটন এলাকার নিরাপত্তা, প্রাথমিক শিক্ষা নিয়োগ প্রক্রিয়া, কৃষি ব্যবস্থাপনা, ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা, জেলা পরিষদের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জোন অধিনায়ক লেঃ কর্নেল মাসুন খান বলেন, মাটিরাঙ্গা জোনের আওতাধীন এলাকার সার্বিক পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। তিনি জানান, বাংলাদেশ সেনাবাহিনী শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতেও সব সময় জনগণের পাশে রয়েছে। যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী সর্বদা প্রস্তুত বলেও তিনি আশ্বস্ত করেন। একই সঙ্গে তিনি এলাকার শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা ও সন্ত্রাসী তৎপরতা নির্মূলে সেনাবাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোন উপ-অধিনায়ক শাহরিয়ার, সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) কাজী ওয়াজেদ, জেলা পরিষদ সদস্য মঞ্জিলা জুমা, জয়া ত্রিপুরা ও প্রশান্ত ত্রিপুরা, পৌর বিএনপি সভাপতি শাহ জালাল কাজল, বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সায়েম মুকুট, উপজেলা জামায়াতের আমির আক্দুল জলিল, পৌর সাধারণ সম্পাদক আবু বক্কর, হেফাজতে ইসলাম প্রতিনিধি ও কেন্দ্রীয় মসজিদের খতিব হারুন অর রশিদ, নাগরিক কমিটির প্রতিনিধি নুর আলম, মাটিরাঙ্গা কলেজ প্রতিনিধি এরশাদ হোসেন, মাটিরাঙ্গা প্রেসক্লাব সভাপতি জসিম উদ্দিন জয়নাল, সহ-সভাপতি মো. এনামুল হক, বন বিভাগ প্রতিনিধি, বিভিন্ন মৌজার হেডম্যান, মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ শাহেদুল ইসলাম, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার হারুন অর রশিদ, গুইমারা থানা ইনচার্জ সোহরওয়ার্দী এবং মাটিরাঙ্গা আনসার ভিডিপি প্রতিনিধি সহ বিভিন্ন সামরিক ও বেসামরিক দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রসঙ্গত, পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা এলাকায় স্থিতিশীল আইনশৃঙ্খলা, উন্নয়ন কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের নিয়মিত মতবিনিময় সভা স্থানীয় প্রশাসন ও জনগণের মধ্যে সমন্বয় জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed