লংগদুতে শীতার্ত মানুষের পাশে সেনাবাহিনী, শতাধিক পরিবারে উষ্ণতার ছোঁয়া
![]()
নিউজ ডেস্ক
পৌষের কনকনে শীতে পার্বত্য অঞ্চলের শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যখন বিপর্যস্ত, ঠিক সেই সময় মানবিক দায়িত্ব পালনে এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতার্ত অসহায় মানুষের কষ্ট লাঘবে রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের লংগদু জোন।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় লংগদু উপজেলার হেলিপ্যাড মাঠে আয়োজিত এই মানবিক কর্মসূচিতে দুই শতাধিক পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে কম্বল, জ্যাকেট, প্যান্টসহ বিভিন্ন ধরনের শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব সামগ্রী তুলে দেন লংগদু জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফসহ সেনাবাহিনীর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা।
শীতবস্ত্র বিতরণকালে জোন অধিনায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী কেবল দেশ রক্ষার দায়িত্বেই নয়, বরং দুর্যোগ ও দুর্দশায় মানুষের পাশে দাঁড়ানোকে নিজেদের নৈতিক দায়িত্ব হিসেবে বিবেচনা করে। শীতার্ত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যেই লংগদু জোন এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগী পরিবারগুলো সন্তোষ প্রকাশ করে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় এমন মানবিক সহায়তা তাদের জীবনে বড় স্বস্তি এনে দিয়েছে।
প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি মানবিক সহায়তার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা ও ভরসার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।