রামগড়ে নিরাপত্তা ও সম্প্রীতি জোরদারে বিজিবির মাসিক সভা অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে আইনশৃঙ্খলা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র রামগড় জোনের (৪৩ বিজিবি) উদ্যোগে মাসিক নিরাপত্তা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) রামগড় জোন সদরে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন রামগড় জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম।
সভায় রামগড় ও দাতমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), রামগড় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন মৌজার হেডম্যান ও কারবারী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মুক্ত আলোচনার মাধ্যমে দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।
সভায় জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম বলেন, দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো তথ্য দ্রুত বিজিবিকে অবহিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসী গোষ্ঠীর সহায়তায় অস্ত্র ও মাদকদ্রব্য চোরাচালানের সম্ভাবনার বিষয়টি উল্লেখ করে এসব অপতৎপরতা প্রতিরোধে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, রামগড় জোনের আওতাধীন এলাকায় বসবাসরত জনগণের দায়িত্বশীল আচরণই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার প্রধান ভিত্তি। গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল নাগরিককে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার আহ্বান জানান।
প্রসঙ্গত, সীমান্তবর্তী রামগড় অঞ্চলে নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা ও উন্নয়ন কার্যক্রম সমন্বিতভাবে এগিয়ে নিতে বিজিবির নিয়মিত এ ধরনের সভা স্থানীয় প্রশাসন ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।