পানছড়ির দুর্গম হারূবিল ও বুদ্ধুরাম পাড়ায় সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার দুর্গম হারূবিল ও বুদ্ধুরাম পাড়ায় শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
তীব্র শীতের মধ্যে মানবিক সহায়তা পৌঁছে দিতে গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) এই কার্যক্রম পরিচালিত হয়।
দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. ওমর ফারুকের নির্দেশনায় ক্যাপ্টেন হাসনাইন আলভির নেতৃত্বে পরিচালিত এই উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকার শতাধিক পাহাড়ি পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। প্রতিকূল যোগাযোগ ব্যবস্থা ও কঠিন ভৌগোলিক পরিস্থিতি উপেক্ষা করে সেনাবাহিনীর সদস্যরা প্রত্যন্ত পাড়াগুলোতে সরাসরি পৌঁছে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।
কার্যক্রম চলাকালে লেফটেন্যান্ট নোমান আল সাবিত ও ওয়ারেন্ট অফিসার মো. খাদেমুল ইসলামসহ সংশ্লিষ্ট সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা এই মানবিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে, শীত মৌসুমে পার্বত্য অঞ্চলের অসহায় মানুষের কষ্ট লাঘবে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, দুর্গম পাহাড়ি এলাকায় শীতের প্রকোপ তুলনামূলকভাবে বেশি থাকায় শীতবস্ত্র বিতরণের মতো উদ্যোগ স্থানীয় জনগণের জীবনযাত্রায় তাৎক্ষণিক স্বস্তি এনে দিচ্ছে বলে মনে করছেন এলাকাবাসী।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।