বড়দিন উপলক্ষে আলীকদমে খ্রিস্টান সম্প্রদায়ের পাশে সেনা জোন, অনুদান ও শুভেচ্ছা প্রদান
![]()
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার আলীকদমে সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক সহাবস্থানের দৃষ্টান্ত স্থাপন করে খ্রিস্টান সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে শুভেচ্ছা ও আর্থিক অনুদান প্রদান করেছে আলীকদম সেনা জোন।
গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে আলীকদম সেনা জোনের সদর থেকে প্রায় তিন কিলোমিটার উত্তর-পূর্বে আলীকদম সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অসম্মু ত্রিপুরা পাড়া এলাকায় বড়দিন উপলক্ষে এক উৎসবমুখর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের নারী-পুরুষ ও শিশুরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বড়দিনের আনন্দ ভাগাভাগি করেন।
অনুষ্ঠান চলাকালে আলীকদম সেনা জোনের পক্ষ থেকে খ্রিস্টান সম্প্রদায়ের সার্বিক কল্যাণের লক্ষ্যে নগদ পাঁচ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। সেনা জোনের এ সহায়তাকে স্থানীয়দের প্রতি দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন পাড়াবাসীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোনের কোয়ার্টার মাস্টার ক্যাপ্টেন মোঃ হিবরুল উম্মা হামীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আমজাদ হোসেন। এছাড়াও স্থানীয় কারবারি, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন।
প্রধান অতিথির বক্তব্যে ক্যাপ্টেন মোঃ হিবরুল উম্মা হামীম বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থানই একটি নিরাপদ ও স্থিতিশীল সমাজ গঠনের মূল ভিত্তি। তিনি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও সামাজিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
একই সঙ্গে তিনি আশ্বস্ত করেন, আলীকদম সেনা জোন ভবিষ্যতেও উন্নয়ন, নিরাপত্তা ও জনকল্যাণমূলক কার্যক্রমে স্থানীয় জনগণের পাশে থাকবে।
প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার মাধ্যমে পারস্পরিক আস্থা ও সম্প্রীতির পরিবেশ গড়ে তুলছে, যা স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।