কেওক্রাডং টিওবির দাজিলিং পাড়ায় খ্রিস্টানদের সঙ্গে বড়দিন উদযাপন করল সেনাবাহিনী

কেওক্রাডং টিওবির দাজিলিং পাড়ায় খ্রিস্টানদের সঙ্গে বড়দিন উদযাপন করল সেনাবাহিনী

কেওক্রাডং টিওবির দাজিলিং পাড়ায় খ্রিস্টানদের সঙ্গে বড়দিন উদযাপন করল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ধারাবাহিকতার অংশ হিসেবে বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং টিওবির দায়িত্বপূর্ণ দাজিলিং পাড়ায় খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে বড়দিন উদযাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সেনাবাহিনীর ১৬ ই বেংগল রেজিমেন্টের আওতাধীন কেওক্রাডং টিওবি’র উদ্যোগে দাজিলিং পাড়ায় এ উৎসব উদযাপন করা হয়।

বড়দিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেওক্রাডং টিওবি কমান্ডার সাইফুর রহমান খান স্থানীয় খ্রিস্টান ধর্মাবলম্বী পাড়াবাসীদের সঙ্গে একত্রে কেক কেটে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন।

কেওক্রাডং টিওবির দাজিলিং পাড়ায় খ্রিস্টানদের সঙ্গে বড়দিন উদযাপন করল সেনাবাহিনী

অনুষ্ঠানে সেনাবাহিনীর অন্যান্য সদস্যদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দাজিলিং পাড়ার খ্রিস্টান ধর্মাবলম্বী নারী, পুরুষ ও শিশুরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি ছিল আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত।

এ সময় কেওক্রাডং টিওবি কমান্ডার তার বক্তব্যে বলেন, পার্বত্য অঞ্চলে বসবাসরত সকল ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি বজায় রেখে শান্তি ও উন্নয়ন নিশ্চিত করাই বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম লক্ষ্য। তিনি শান্তিপূর্ণ সহাবস্থান ও সামাজিক বন্ধন আরও জোরদারে সেনাবাহিনী ও স্থানীয় জনগণের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

কেওক্রাডং টিওবির দাজিলিং পাড়ায় খ্রিস্টানদের সঙ্গে বড়দিন উদযাপন করল সেনাবাহিনী

বড়দিনের এই আয়োজনে সেনাবাহিনীর সরাসরি অংশগ্রহণে স্থানীয় পাড়াবাসীরা সন্তোষ প্রকাশ করেন এবং একে আন্তরিকতা ও মানবিকতার প্রতীক হিসেবে উল্লেখ করেন। তাদের মতে, এ ধরনের উদ্যোগ পাহাড়ি এলাকার জনগণের সঙ্গে সেনাবাহিনীর আস্থা ও সম্পর্ক আরও দৃঢ় করছে।

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে জনকল্যাণমূলক কার্যক্রম, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করে আসছে, যা এলাকায় শান্তি, স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed