রুমায় বড়দিনে সেনাবাহিনীর মানবিক সহায়তা, পাড়ায় পাড়ায় উপহার ও গির্জায় অনুদান প্রদান
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা বান্দরবানের রুমা উপজেলায় খ্রিস্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ উপলক্ষে বিশেষ প্রীতি উপহার ও আর্থিক অনুদান বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সেনাবাহিনীর রুমা জোন (৩৬ বীর)-এর উদ্যোগে এ মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
বড়দিনের আনন্দ সব শ্রেণি-পেশার মানুষের মাঝে ভাগাভাগি করে নিতে রুমা জোনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন পাড়ার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
একই সঙ্গে স্থানীয় গির্জাগুলোতে আর্থিক অনুদান প্রদান করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা জোনের উপ-অধিনায়ক মেজর মো. মাহফুজুর রহমান।
সেনাবাহিনীর এই উপহার সামগ্রী রুমা উপজেলার একাধিক গুরুত্বপূর্ণ পাড়ায় বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে বেথেল পাড়া, মুনলাই পাড়া, ইডেন পাড়া ও ইডেন রোড পাড়া, লাইরনপি পাড়া, জাইঅন পাড়া, নাজেরাত পাড়া, রিজুক বম পাড়া এবং গির্জা পাড়া। প্রতিটি এলাকায় সেনাবাহিনীর সদস্যরা সরাসরি পাড়াবাসীর হাতে উপহার ও সহায়তা তুলে দেন।
অনুদান ও উপহার বিতরণকালে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পাহাড়ের মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বড়দিনের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতেই এই ক্ষুদ্র প্রয়াস গ্রহণ করা হয়েছে।
সেনাবাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় পাড়াবাসী ও গির্জা কর্তৃপক্ষ। তারা জানান, বড়দিনের প্রাক্কালে সেনাবাহিনীর এই আর্থিক ও খাদ্য সহায়তা সাধারণ মানুষের মাঝে উৎসবের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে এবং নিরাপত্তা ও আস্থার অনুভূতি জোরদার করেছে।
প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে ধর্মীয় উৎসব, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতির সম্পর্ক আরও সুদৃঢ় করে চলেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।