আলীকদমে বড়দিন উপলক্ষে সেনা জোনের মানবিক সহায়তা ও সৌহার্দ্যপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান
![]()
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে মানবিক সহায়তা ও সৌহার্দ্যপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে আলীকদম সেনা জোন।
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) আলীকদম সেনা জোনের উদ্যোগে কাঁঠালছড়া ত্রিপুরা পাড়া ও হায়দারনাশি পাড়ায় বসবাসরত খ্রিষ্টান সম্প্রদায়ের মাঝে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে কার্যক্রমের সূচনা করা হয়। আলীকদম সেনা জোনের পক্ষ থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় দুইটি গির্জার মাঝে সর্বমোট ৬ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
পাশাপাশি বড়দিনের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার অংশ হিসেবে কেক বিতরণ করা হয়, যা অনুষ্ঠানে উপস্থিত সবার মধ্যে উৎসবের আবহ আরও বাড়িয়ে তোলে।

অনুষ্ঠানে ইয়াংছা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং কুমারী ফাড়ির অফিসার ইনচার্জ বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এ ছাড়া স্থানীয় কারবারি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পার্শ্ববর্তী এলাকার আনুমানিক ১৫০ থেকে ২০০ জন সাধারণ মানুষ অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, পারস্পরিক সহনশীলতা বৃদ্ধি এবং ধর্মীয় সৌহার্দ্য রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা একটি সম্মিলিত দায়িত্ব। ভবিষ্যতেও আলীকদম সেনা জোনের পক্ষ থেকে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের কল্যাণে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ সেনা জোনের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান। তারা জানান, উৎসবের দিনে সেনাবাহিনীর এমন মানবিক সহায়তা শুধু আনন্দই নয়, পাহাড়ে বসবাসরত বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করেছে।
প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে দায়িত্ব পালনের পাশাপাশি আলীকদম সেনা জোন নিয়মিতভাবে মানবিক সহায়তা, সামাজিক কার্যক্রম ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ভূমিকা রেখে শান্তি ও সহাবস্থানের পরিবেশ জোরদারে কাজ করে যাচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।