পানছড়িতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল আটক করল বিজিবি

পানছড়িতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল আটক করল বিজিবি

পানছড়িতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল আটক করল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ টহল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবির পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।

গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন জেসিও-নায়েব সুবেদার মোঃ তুষার হোসেন।

ব্যাটালিয়ন সদর থেকে পশ্চিম-উত্তর দিকে অবস্থিত কানুনগো পাড়া এলাকায় অভিযানটি সম্পন্ন হয়।

টহল চলাকালে ভারতীয় কম্ফোর্ট, পন্ডস পাউডার, বিভিন্ন ধরনের আন্ডারগার্মেন্টস ও শর্ট গেঞ্জিসহ নানা প্রকার চোরাচালানী মালামাল উদ্ধার করা হয়। আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪২ হাজার ৭০০ টাকা বলে জানা গেছে।

বিজিবি সূত্র জানিয়েছে, উদ্ধারকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় চট্টগ্রামের সীতাকুণ্ড কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলছে। এছাড়া চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত নিরাপত্তা জোরদার করতে পানছড়ি ব্যাটালিয়ন নিয়মিতভাবে টহল ও বিশেষ অভিযান পরিচালনা করে যাচ্ছে।

প্রসঙ্গত, সীমান্ত এলাকায় এই ধরনের বিশেষ অভিযান স্থানীয় জনগণের নিরাপত্তা সচেতনতা বৃদ্ধিতে ও চোরাচালান নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed