নানিয়ারচরে বড়দিনে সেনা জোনের মানবিক ও সম্প্রীতিমূলক উদ্যোগ

নানিয়ারচরে বড়দিনে সেনা জোনের মানবিক ও সম্প্রীতিমূলক উদ্যোগ

নানিয়ারচরে বড়দিনে সেনা জোনের মানবিক ও সম্প্রীতিমূলক উদ্যোগ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলায় বড়দিন উপলক্ষে নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে মানবিক ও সৌহার্দ্যপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচি সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজন করা হয়।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় বিভিন্ন গীর্জায় মিষ্টি বিতরণ ও আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে নানিয়ারচর জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান উপস্থিত থেকে জোনের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের সঙ্গে খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণকে বড়দিনের শুভেচ্ছা জানান।

উক্ত উদ্যোগের মূল লক্ষ্য ছিল ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল জনগণের পাশে থাকা এবং পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখা। স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যরা মিষ্টি বিতরণ ও আর্থিক অনুদান পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং নানিয়ারচর জোনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সংশ্লিষ্টরা আশাবাদ প্রকাশ করেছেন, এ ধরনের মানবিক ও সম্প্রীতিমূলক কার্যক্রমের মাধ্যমে নানিয়ারচর এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক বন্ধন ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed