বান্দরবানে বড়দিন উপলক্ষ্যে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে বিজিবির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান

বান্দরবানে বড়দিন উপলক্ষ্যে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে বিজিবির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান

বান্দরবানে বড়দিন উপলক্ষ্যে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে বিজিবির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বড়দিন–২০২৫ উপলক্ষ্যে বান্দরবান জেলার বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় শান্তিরাজ মিশন, থানচি-তে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি আয়োজন করা হয় বিজিবি বান্দরবান সেক্টর কমান্ডারের নির্দেশনায়, যেখানে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় নেতৃবৃন্দ, স্থানীয় জনগণ এবং জোনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

বান্দরবানে বড়দিন উপলক্ষ্যে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে বিজিবির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবি বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল।

তিনি খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বড়দিনের আনন্দময় শুভেচ্ছা জানান। এ সময় তিনি যিশু খ্রিস্টের মানবপ্রেম, ত্যাগ ও শান্তির শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, পার্বত্য এলাকায় সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে নিয়ে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা সমানভাবে গুরুত্বপূর্ণ।

বান্দরবানে বড়দিন উপলক্ষ্যে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে বিজিবির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান

উক্ত অনুষ্ঠানে শান্তিরাজ মিশন চার্চসহ পার্শ্ববর্তী চার্চসমূহের জন্য শুভেচ্ছা উপহার ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এছাড়া জোনের দায়িত্বপূর্ণ এলাকার অন্যান্য খ্রিস্টান উপাসনালয়েও বড়দিন উপলক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এই উপহার বিতরণের মাধ্যমে খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং পারস্পরিক সৌহার্দ্য আরও জোরদার হয়।

বান্দরবানে বড়দিন উপলক্ষ্যে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে বিজিবির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান

স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা এ ধরনের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং বিজিবি বান্দরবান জোনের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, এমন মানবিক উদ্যোগ পার্বত্য অঞ্চলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সামাজিক বন্ধন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রসঙ্গত, বান্দরবানে বিজিবির এ ধরনের মানবিক ও সম্প্রীতিমূলক কার্যক্রম স্থানীয় জনগণের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের মনোভাব আরও সুদৃঢ় করতে অবদান রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed