বান্দরবানে বড়দিন উপলক্ষ্যে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে বিজিবির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান
![]()
নিউজ ডেস্ক
বড়দিন–২০২৫ উপলক্ষ্যে বান্দরবান জেলার বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় শান্তিরাজ মিশন, থানচি-তে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি আয়োজন করা হয় বিজিবি বান্দরবান সেক্টর কমান্ডারের নির্দেশনায়, যেখানে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় নেতৃবৃন্দ, স্থানীয় জনগণ এবং জোনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবি বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল।
তিনি খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বড়দিনের আনন্দময় শুভেচ্ছা জানান। এ সময় তিনি যিশু খ্রিস্টের মানবপ্রেম, ত্যাগ ও শান্তির শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, পার্বত্য এলাকায় সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে নিয়ে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা সমানভাবে গুরুত্বপূর্ণ।

উক্ত অনুষ্ঠানে শান্তিরাজ মিশন চার্চসহ পার্শ্ববর্তী চার্চসমূহের জন্য শুভেচ্ছা উপহার ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এছাড়া জোনের দায়িত্বপূর্ণ এলাকার অন্যান্য খ্রিস্টান উপাসনালয়েও বড়দিন উপলক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এই উপহার বিতরণের মাধ্যমে খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং পারস্পরিক সৌহার্দ্য আরও জোরদার হয়।

স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা এ ধরনের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং বিজিবি বান্দরবান জোনের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, এমন মানবিক উদ্যোগ পার্বত্য অঞ্চলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সামাজিক বন্ধন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রসঙ্গত, বান্দরবানে বিজিবির এ ধরনের মানবিক ও সম্প্রীতিমূলক কার্যক্রম স্থানীয় জনগণের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের মনোভাব আরও সুদৃঢ় করতে অবদান রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।