বড়দিনে আলীকদম সেনা জোনের উদ্যোগে আরুই পাড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আর্থিক সহায়তা
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম উপজেলায় বড়দিন উপলক্ষে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও আনন্দ ভাগাভাগি করতে আলীকদম সেনা জোনের উদ্যোগে এক বিশেষ সাংস্কৃতিক ও মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) আলীকদম উপজেলার আরুই পাড়ায় আয়োজিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার এবং শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা ছড়িয়ে দেওয়া। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে আরুই পাড়া ও ক্রংলিং পাড়ার বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবের আনন্দে মুখর হয়ে ওঠে। স্থানীয়দের অংশগ্রহণে বড়দিনের উৎসব আরও প্রাণবন্ত ও অর্থবহ হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জানালীপাড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেঃ মোহাম্মদ মুবতাসিম ফুয়াদ অর্ণব। এছাড়া আলীকদম সেনা জোনের আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত থেকে পুরো কার্যক্রম তদারকি করেন।
বড়দিনের আনন্দ ভাগাভাগির অংশ হিসেবে আলীকদম সেনা জোনের পক্ষ থেকে উপস্থিত স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের জন্য মোট ৩ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সহায়তা পেয়ে স্থানীয়রা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, সেনা জোনের এই মানবিক উদ্যোগ তাদের উৎসবকে আরও আনন্দময় ও স্মরণীয় করে তুলেছে।
প্রধান অতিথির বক্তব্যে ক্যাম্প কমান্ডার বলেন, পার্বত্য এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, পারস্পরিক সহনশীলতা বৃদ্ধি করা এবং সকল সম্প্রদায়ের মানুষকে একসঙ্গে নিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ তৈরি করাই সেনা জোনের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, আলীকদম সেনা জোন সবসময় জনগণের কল্যাণ, শান্তি ও উন্নয়নে পাশে থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের জনবান্ধব ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা গভীর আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন এবং এলাকার শান্তি ও উন্নয়নে সেনা জোনের সঙ্গে সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন। পাড়ার শিশুরা সাংস্কৃতিক আয়োজন উপভোগ করে উৎসাহ প্রকাশ করে।
প্রসঙ্গত, বড়দিন উপলক্ষে আলীকদম সেনা জোনের এই সাংস্কৃতিক অনুষ্ঠান ও আর্থিক সহায়তা পার্বত্য অঞ্চলে সম্প্রীতি, সামাজিক বন্ধন ও পারস্পরিক সহযোগিতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।