ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার ভারত সীমান্তে সোয়া কোটি টাকার চোরাইপণ্য জব্দ
![]()
নিউজ ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ ব্যাটালিয়নের সদস্যরা।
শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও আখাউড়া এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে এসব পণ্য উদ্ধার ও জব্দ করা হয়।
দুপুর সাড়ে ১২টার দিকে বিজিবি ৬০ ব্যাটিলয়নের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান জানান, শুক্রবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও আখাউড়া এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা, বুড়িচং উপজেলা ও কুমিল্লা আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ১ কোটি ৭৩ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থান কাপড়, ইলেকট্রনিক পণ্য ও খাদ্য সামগ্রী উদ্ধার করা হয়। অভিযানকালে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা আগেই পালিয়ে যায়। উদ্ধারকৃত ভারতীয় পণ্য সামগ্রী ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা কাস্টমসে জমা দেওয়ার প্রস্তুতি চলছে।
সীমান্তে চোরাচালান রোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে বলেও জানান,বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।