চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে আরও ১৪ জনকে পুশইন করল বিএসএফ
![]()
নিউজ ডেস্ক
ভারত থেকে বাংলাদেশে পুশইন করেই যাচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এবার চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১৪ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইন করেছে বাহিনীটি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে তাদরকে এই সীমান্ত দিয়ে ঠেলে দেওয়া হয়। পরে তারা দর্শনা বাজারে অবস্থান নেয়। পুশইন হয়ে আসা ১৪ জনের মধ্যে ৬ জন নারী, ৬ জন পুরুষ ও দুজন শিশু রয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, পুশইন হওয়া সবাই অবাঙালি মুসলমান। তারা ভারতের উড়িষ্যা রাজ্যের বাসিন্দা বলে নিজেদের পরিচয় দেন।
ওই দলের থাকা একজন জানান, দুপুরে সবাই খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময় বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।
এরপর তাদের কাছে থাকা ভারতের নাগরিকত্ব-সংক্রান্ত সব কাগজপত্র কেড়ে নেওয়া হয়।
ঘটনাটি জানাজানি হলে বিষয়টি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে। পরবর্তী আইনি প্রক্রিয়া ও যাচাই-বাছাই শেষে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।