‘ভারতীয় প্রক্সি গোষ্ঠীর’ আরও দুই ঘাঁটিতে পাকিস্তানের অভিযান, নিহত ১১

‘ভারতীয় প্রক্সি গোষ্ঠীর’ আরও দুই ঘাঁটিতে পাকিস্তানের অভিযান, নিহত ১১

‘ভারতীয় প্রক্সি গোষ্ঠীর’ আরও দুই ঘাঁটিতে পাকিস্তানের অভিযান, নিহত ১১

‘ভারতীয় প্রক্সি গোষ্ঠীর’ দুই ঘাঁটিতে পাকিস্তানের অভিযান, নিহত ১১

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

‘ভারতীয় প্রক্সি গোষ্ঠীর’ দুটি ঘাঁটিতে অভিযান চালিয়ে অন্তত ১১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান। শুক্রবার (২৬ ডিসেম্বর) পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এ তথ্য জানিয়েছে। খবর ডনের।

এদিন বেলুচিস্তানের কোহলু জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে পাঁচ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানায় সেনাবাহিনীর গণমাধ্যম শাখা। অন্যদিকে লাক্কি মারওয়াত এলাকায় স্থানীয় পুলিশ ও কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের (সিটিডি) কমান্ডোদের সঙ্গে সংঘর্ষে আরও ৬ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানা গেছে।

আইএসপিআর এক বিবৃতিতে বলেছে, কোহলুতে ‘ভারতীয় প্রক্সি গোষ্ঠী ফিতনা-আল-হিন্দুস্তানের সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাসীদের উপস্থিতির তথ্য’ পাওয়া গিয়েছিল। সে তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করে ৫ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।

নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তারা এলাকাটিতে বহু সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল বলে বিবৃতিতে উল্লেখ করেছে আইএসপিআর।

বেলুচিস্তানে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ হিসেবে অভিহিত করে পাকিস্তান। এসব সন্ত্রাসী গোষ্ঠী ভারতের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হয় বলে দাবি করে এসেছে দেশটি।

অন্যদিকে লাক্কি মারওয়াতে শুক্রবার পুলিশ, সিটিডি কমান্ডো, সশস্ত্র গ্রামবাসীর সঙ্গে গোলাগুলিতে আরও ৬ সন্ত্রাসী নিহত এবং কয়েকজন আহত হয়েছে। স্নাইপার রাইফেল ও কোয়াডকপ্টারে সজ্জিত সন্ত্রাসীরা বান্নু জেলার সীমান্তবর্তী গ্রামীণ এলাকায় পুলিশের ওপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, হামলার পর আইনশৃঙ্খলা বাহিনীও পাল্টা গুলি চালায়। সন্ত্রাসীরা কোয়াডকপ্টারের মাধ্যমে গ্রামবাসীদের বাড়িঘরে হামলা চালায়, এতে অনেকে আহত হন।

অতিরিক্ত ডেপুটি কমিশনার হাবিবুল্লাহ ওয়াজির সাংবাদিকদের জানান, এ ঘটনায় আহত ১০ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed