ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সোয়া কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সোয়া কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সোয়া কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অভিযানে সীমান্ত এলাকা থেকে এক কোটি ১৯ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।

৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মো. জিয়াউর রহমান জানান, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ওষুধ, আতশবাজি, শাড়ি, প্রসাধনী ও বিভিন্ন খাদ্যসামগ্রী। জব্দকৃত পণ্য কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

সীমান্তে চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed