যশোরে শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে ৪৯ বিজিবির শীতবস্ত্র বিতরণ

যশোরে শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে ৪৯ বিজিবির শীতবস্ত্র বিতরণ

যশোরে শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে ৪৯ বিজিবির শীতবস্ত্র বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

যশোর শহর ও জেলার সীমান্তবর্তী বেনাপোল এলাকায় শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির যশোর রিজিয়ন সদর দফতর ও যশোর বিজিবির (৪৯ ব্যাটালিয়ন) যৌথভাবে এই কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করে।

এই কার্যক্রমের অংশ হিসেবে শনিবার গভীর রাতে যশোর শহরের রেলস্টেশন এলাকা ও জেলার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দর এলাকায় ছিন্নমূল নারী-পুরুষের মাঝে সরাসরি কম্বল বিতরণ করেন বিজিবি কর্মকর্তারা।

এই কার্যক্রমে নেতৃত্ব দেন যশোর বিজিবির (৪৯ ব্যাটালিয়ন) উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ। তিনি জানান, বিজিবি সদর দফতরের নির্দেশনা অনুযায়ী যশোর শহর ও বেনাপোলে ২০০ জন দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনের পাশাপাশি সীমান্ত এলাকার মানুষের জন্য বিজিবির এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed