ভারতের ত্রিপুরায় পুলিশ ও নিরাপত্তাবাহিনীর যৌথ অভিযানে জেএমবি সংশ্লিষ্ট সন্দেহে এক ব্যক্তি আটক

ভারতের ত্রিপুরায় পুলিশ ও নিরাপত্তাবাহিনীর যৌথ অভিযানে জেএমবি সংশ্লিষ্ট সন্দেহে এক ব্যক্তি আটক

ভারতের ত্রিপুরায় পুলিশ ও নিরাপত্তাবাহিনীর যৌথ অভিযানে জেএমবি সংশ্লিষ্ট সন্দেহে এক ব্যক্তি আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের ত্রিপুরার জয়পুর এলাকায় যৌথ নিরাপত্তা অভিযানে জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) সংশ্লিষ্টতার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে ত্রিপুরা পুলিশ ও আসাম পুলিশসহ বিভিন্ন নিরাপত্তা সংস্থা।

আজ মঙ্গলবার সকালে পশ্চিম থানা এলাকার জয়পুর থেকে আটক করা হয় জাগির মিয়া নামের ওই ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গেছে, তাঁর বাবার নাম হানিফ মিয়া।

নিরাপত্তা কর্মকর্তাদের দাবি, জাগির মিয়া ‘ইমাম মাহমুদে কাফিলা’ নামের একটি সংগঠনের সক্রিয় সদস্য, যেটিকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশের একটি শাখা হিসেবে সন্দেহ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে তাঁর বিরুদ্ধে উগ্রবাদী তৎপরতার সঙ্গে সম্পৃক্ততার তথ্য মিলেছে বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩-এর ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ১৫০, ১৫২ ও ১১৩(৫) ধারাসহ একাধিক ধারায় মামলা করা হয়েছে। পাশাপাশি বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন বা ইউএপিএর ১০, ১৩, ১৬, ৩৮, ৩৯ ও ৪০ ধারাও প্রয়োগ করা হয়েছে। পরে তাঁকে আদালতে হাজির করা হয়।

উল্লেখ্য, জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ একটি বাংলাদেশভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন, যেটিকে বাংলাদেশসহ ভারত, মালয়েশিয়া, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। ১৯৯৮ সালের এপ্রিল মাসে ঢাকার পালামপুর এলাকায় শায়খ আব্দুর রহমানের নেতৃত্বে সংগঠনটি গঠিত হয় বলে বিভিন্ন নিরাপত্তা সংস্থার তথ্যে উল্লেখ রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed