রুমায় বম শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা, শিক্ষা সহায়তায় পাশে থাকার আশ্বাস সেনাবাহিনীর

রুমায় বম শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা, শিক্ষা সহায়তায় পাশে থাকার আশ্বাস সেনাবাহিনীর

রুমায় বম শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা, শিক্ষা সহায়তায় পাশে থাকার আশ্বাস সেনাবাহিনীর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলায় বম স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বম ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের অংশগ্রহণে এক শিক্ষাবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “শিক্ষাই জাতির মেরুদণ্ড”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় শিক্ষার গুরুত্ব, ভবিষ্যৎ পরিকল্পনা, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মেহেদী সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজারপাড়া আর্মি ক্যাম্প কমান্ডার অসির আদিব ওয়াসির। এছাড়াও সভায় বম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি লালরি থাং বম, সহসভাপতি লাললিয়ান সম সাইলুক, সাবেক ভাইস চেয়ারম্যান থাংখালিয়ান বমসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি এবং শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে লালরি থাং বম বলেন, একটি জাতির টেকসই উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে শিক্ষা। শিক্ষার মাধ্যমে শৃঙ্খলা, নৈতিকতা ও নেতৃত্বগুণ গড়ে ওঠে, যা একটি সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম তৈরিতে সহায়ক। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, সময়ানুবর্তিতা এবং সমাজের প্রতি দায়বদ্ধ থাকার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে রুমা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মেহেদী সরকার শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলাবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, তরুণ শিক্ষার্থীরাই জাতির সবচেয়ে বড় শক্তি এবং আজকের শিক্ষার্থীদের হাত ধরেই আগামী দিনের সমাজ গড়ে উঠবে। তিনি রুমা উপজেলাকে নিজের ঘরের মতো মনে করেন উল্লেখ করে স্থানীয় জনগণের শিক্ষা, উন্নয়ন ও কল্যাণে সেনাবাহিনীর সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

আলোচনা সভা শেষে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে বইয়ের সেট, স্কুলব্যাগ ও সাইকেল বিতরণ করা হয়। শিক্ষার্থীরা এই সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এটি তাদের লেখাপড়ায় আরও মনোযোগী হতে অনুপ্রেরণা জোগাবে বলে জানান।

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি শিক্ষা ও মানবিক সহায়তামূলক উদ্যোগ গ্রহণ করে স্থানীয় জনগণের আস্থা ও অংশগ্রহণ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed