বরকলে অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারে বিজিবির মানবিক সহায়তা, সমর চাকমার চোখে আশার আলো

বরকলে অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারে বিজিবির মানবিক সহায়তা, সমর চাকমার চোখে আশার আলো

বরকলে অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারে বিজিবির মানবিক সহায়তা, সমর চাকমার চোখে আশার আলো
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলায় অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে সর্বস্ব হারানো চাকমা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য সমর কান্তি চাকমার পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি)–এর মানবিক উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারটি নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছে।

গত শুক্রবার বরকল উপজেলার হরিণা জোনের আওতাধীন দুর্গম জিরারখামার এলাকায় সমর কান্তি চাকমার বসতবাড়িতে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। এতে বসতবাড়িসহ আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় সামগ্রী সম্পূর্ণভাবে পুড়ে যায়। অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়া পরিবারটি তীব্র শীতের মধ্যে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়।

ঘটনার খবর পাওয়ার পরপরই সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ছোটহরিণা জোন। গত সোমবার ছোটহরিণা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদীর নির্দেশনায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত সমর কান্তি চাকমাকে বসতবাড়ি পুনর্নির্মাণের জন্য তিন বান ঢেউটিন, শীত নিবারণের জন্য কম্বল, নগদ অর্থসহ আনুমানিক ৪৫ হাজার টাকার সহায়তা এবং প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

এ সময় লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, হরিণা জোন বিজিবি তাদের দায়িত্বপূর্ণ এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে সবসময় রয়েছে। বিজিবি শুধু সীমান্ত সুরক্ষার দায়িত্বই পালন করে না, মানবিক দায়িত্ব পালনের মাধ্যমেও মানুষের পাশে দাঁড়ানোকে নিজেদের কর্তব্য মনে করে। দুর্গম পার্বত্য এলাকা ছোটহরিণাসহ বিভিন্ন স্থানে নিয়মিতভাবে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ভবিষ্যতেও বিজিবির এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন, দুর্যোগকালীন সহায়তা এবং সামাজিক দায়বদ্ধতা পালনে বর্ডার গার্ড বাংলাদেশ নিয়মিতভাবে মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করে চলেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed