রাজধানীর পশ্চিম কাফরুলে সেনা অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র ও বিপুল গোলাবারুদ উদ্ধার, গ্রেফতার ১
![]()
নিউজ ডেস্ক
রাজধানীর পশ্চিম কাফরুল এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানে একজন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
সেনাবাহিনী সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল (৩১ ডিসেম্বর ২০২৫) ভোর রাতে বাংলাদেশ সেনাবাহিনীর দারুসসালাম সেনা ক্যাম্পের একটি অভিযান দল শের-ই-বাংলা নগর থানাধীন পশ্চিম কাফরুল এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ মাহফুজ শিকদার (৩৫) নামের এক সন্ত্রাসীকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির হেফাজত থেকে একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, একটি ১২ গেজ একনলা শটগান, ২৭ রাউন্ড ৭.৬৫ মিলিমিটার পিস্তলের গুলি, ১৫৭ রাউন্ড শটগানের গুলি, দুটি পিস্তলের ম্যাগাজিন, চারটি দেশীয় অস্ত্র এবং ১০ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করা হয়।
সেনাবাহিনী জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ রাজধানীতে সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের সম্ভাবনা ছিল বলে ধারণা করা হচ্ছে। আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও মাদক সংশ্লিষ্ট কার্যক্রমের সঙ্গে জড়িত থাকতে পারে—এ বিষয়ে বিস্তারিত তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
অভিযান শেষে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানানো হয়।
সেনাবাহিনী সূত্র আরও জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং সন্ত্রাস, অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান পরিচালনা করে আসছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে সাধারণ জনগণকে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা অবৈধ অস্ত্র ও সন্ত্রাস সংক্রান্ত তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প কিংবা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অবিলম্বে জানানোর আহ্বান জানানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।