রোয়াংছড়িতে নওমুসলিম ওমর ফারুক ত্রিপুরা হত্যাকাণ্ড: দীর্ঘদিন পর ২ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

রোয়াংছড়িতে নওমুসলিম ওমর ফারুক ত্রিপুরা হত্যাকাণ্ড: দীর্ঘদিন পর ২ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

রোয়াংছড়িতে নওমুসলিম ওমর ফারুক ত্রিপুরা হত্যাকাণ্ড: দীর্ঘদিন পর ২ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি উপজেলায় নওমুসলিম মো. ওমর ফারুক ত্রিপুরা হত্যাকাণ্ডের ঘটনায় আদালতের ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন রোয়াংছড়ি উপজেলার ১নং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দুর্গম তুলাছড়ি পাড়ার বাসিন্দা দেবেন্দ্র ত্রিপুরার ছেলে ডানিয়েল ত্রিপুরা (৪০) এবং মৃত ত্রিপলা ত্রিপুরার ছেলে জমালা ত্রিপুরা ওরফে জমা ত্রিপুরা (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবীরের নির্দেশনায় সিনিয়র উপপরিদর্শক শুভ্র মুকুল চৌধুরীর নেতৃত্বে গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে নিজ নিজ বসতবাড়ি থেকে ওই দুই ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে নওমুসলিম মো. ওমর ফারুক ত্রিপুরা প্রায় চার বছর আগে রোয়াংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি তুলাছড়ি পাড়ায় ইসলাম ধর্ম প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন।

অভিযোগ রয়েছে, ২০১৮ সালের ১৮ জুন পাহাড়ি এলাকায় ধর্ম প্রচারকে কেন্দ্র করে আসামিরা তাকে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় দায়ের করা মামলায় আদালত থেকে গ্রেপ্তারি ওয়ারেন্ট জারি হলেও দীর্ঘদিন তারা পলাতক ছিল।

রোয়াংছড়ি থানার সিনিয়র উপপরিদর্শক শুভ্র মুকুল চৌধুরী জানান, নওমুসলিম ওমর ফারুক ত্রিপুরা হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদ্বয়কে গ্রেপ্তার করে বুধবার (৩১ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে বান্দরবান জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছে, দুর্গম পার্বত্য এলাকায় দীর্ঘদিন ঝুলে থাকা একটি স্পর্শকাতর হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের গ্রেপ্তার আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অগ্রগতি। তারা আশা প্রকাশ করেন, এই মামলার দ্রুত বিচার সম্পন্ন হলে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনের শাসনের প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় হবে।

প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed