মোহাম্মদপুরে সেনা অভিযানে বেলজিয়ামের তৈরি পিস্তলসহ গ্রেপ্তার ১

মোহাম্মদপুরে সেনা অভিযানে বেলজিয়ামের তৈরি পিস্তলসহ গ্রেপ্তার ১

মোহাম্মদপুরে সেনা অভিযানে বেলজিয়ামের তৈরি পিস্তলসহ গ্রেপ্তার ১
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে বেলজিয়ামের তৈরি একটি পিস্তলসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

গতকাল সোমবার (৫ জানুয়ারি) পরিচালিত এই অভিযানের বিষয়ে মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

মোহাম্মদপুরের বাসিলা আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. রিয়াজ (৩৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার হেফাজতে একটি বিদেশি পিস্তল থাকার কথা স্বীকার করেন। পরে তার দেয়া তথ্য অনুযায়ী সেনাবাহিনীর একটি টহল দল বাসিলার একটি রিকশা গ্যারেজে অভিযান চালিয়ে লুকিয়ে রাখা অস্ত্রটি উদ্ধার করে।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি ৭.৬৫ মিলিমিটার পিস্তল ও একটি ম্যাগাজিন, যা বেলজিয়ামে তৈরি বলে জানা গেছে।

ঘটনার পর গ্রেপ্তারকৃত ব্যক্তির অন্যান্য সহযোগীদের ধরতে একাধিক স্থানে অনুসরণমূলক অভিযান পরিচালনা করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ওই কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই শেষে তার সহযোগীদের গ্রেপ্তারে পরবর্তী অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *