আফগানিস্তানের সঙ্গে শত্রুতা চায় না পাকিস্তান- পররাষ্ট্র মন্ত্রণালয়

আফগানিস্তানের সঙ্গে শত্রুতা চায় না পাকিস্তান- পররাষ্ট্র মন্ত্রণালয়

আফগানিস্তানের সঙ্গে শত্রুতা চায় না পাকিস্তান- পররাষ্ট্র মন্ত্রণালয়
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

প্রতিবেশী দেশ আফগানিস্তানের সঙ্গে কোনো শত্রুতা চায় না পাকিস্তান। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি সংবাদ সম্মেলনে বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের অর্থবহ উন্নতি নির্ভর করছে আফগানিস্তানের সন্ত্রাসবাদবিরোধী অবস্থানের ওপর। পাকিস্তান বলছে, আফগানিস্তানের মাটি পাকিস্তানে সন্ত্রাসী হামলার জন্য ব্যবহৃত হবে না, এ বিষয়ে কাবুলকে সুনির্দিষ্ট, যাচাইযোগ্য এবং লিখিত আশ্বাস দিতে হবে।

তিনি বলেন, পাকিস্তানের একমাত্র উদ্বেগের বিষয় হলো নিরাপত্তা। কাবুলের সঙ্গে রাজনৈতিক বা আদর্শিক কোনো বিরোধ নেই।

মুখপাত্র বলেন, ‘পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে শত্রুতাপূর্ণ সম্পর্ক চায় না। ইসলামাবাদের একমাত্র দাবি হলো সন্ত্রাসী গোষ্ঠী এবং ব্যক্তিদের আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালানো থেকে বিরত রাখা।’

তিনি বলেন, ভারতের সঙ্গে পাকিস্তানের যে দ্বিপক্ষীয় বিরোধ রয়েছে তার তুলনায় আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের এমন কোনো বিরোধ নেই।

আন্দ্রাবি বলেন, পাকিস্তান কাবুলের সাম্প্রতিক ইতিবাচক বিবৃতিগুলোকে স্বাগত জানিয়েছে। তবে কেবল মুখের কথা নয়, বিবৃতিগুলিকে অবশ্যই সুনির্দিষ্ট, যাচাইযোগ্য এবং লিখিত হতে হবে।

তিনি নিশ্চিত করেন, কাবুলের সঙ্গে কূটনীতির দুয়ার খোলা রয়েছে, দূতাবাস ও কনস্যুলেটগুলো স্বাভাবিকভাবে কাজ করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *