ভেনেজুয়েলা ইস্যুতে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করার প্রস্তাব সিনেটে

ভেনেজুয়েলা ইস্যুতে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করার প্রস্তাব সিনেটে

ভেনেজুয়েলা ইস্যুতে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করার প্রস্তাব সিনেটে
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কংগ্রেসের অনুমোদন ছাড়া ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন কোনো সামরিক পদক্ষেপ ঠেকাতে মার্কিন সিনেটে একটি প্রস্তাব উত্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ৮ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, প্রস্তাবটি সিনেটে বিবেচনায় নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রস্তাবটির সমর্থকদের মতে, হাড্ডাহাড্ডি ভোটে এটি পাস হওয়ার সম্ভাবনাও রয়েছে।

সংবাদ সম্মেলনে প্রস্তাবটির সহউপস্থাপক কেন্টাকির রিপাবলিকান সিনেটর র‌্যান্ড পল বলেন, আগে যারা এই প্রস্তাবের বিপক্ষে ছিলেন, এমন অন্তত দুজন রিপাবলিকান সিনেটর এবার তাদের অবস্থান পুনর্বিবেচনা করছেন। আমি নিশ্চিত করে বলতে পারছি না তারা কীভাবে ভোট দেবেন, তবে বিষয়টি নিয়ে তারা ভাবছেন।

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে নাটকীয় এক সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার কয়েক দিনের মধ্যেই এই ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে গত সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলার উপকূলের কাছে নৌযানে হামলাসহ দেশটির ওপর সামরিক চাপ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এসব পদক্ষেপের প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসনের যুদ্ধকালীন ক্ষমতা সীমিত করতে সিনেটে একাধিক উদ্যোগ দেখা যাচ্ছে।

এর আগে ভেনেজুয়েলা ইস্যুতে একই ধরনের প্রস্তাব রিপাবলিকান সিনেটরদের বিরোধিতার মুখে আটকে যায়। তবে সর্বশেষ এক ভোটে ব্যবধান ছিল মাত্র ৪৯-৫১। ওই ভোটে ট্রাম্পের দলের দুই সিনেটর ডেমোক্র্যাটদের সঙ্গে প্রস্তাবের পক্ষে অবস্থান নেন। সে সময় প্রশাসনের কর্মকর্তারা আইনপ্রণেতাদের আশ্বস্ত করেছিলেন যে, ভেনেজুয়েলায় সরকার পরিবর্তন বা দেশটির ভূখণ্ডে হামলার কোনো পরিকল্পনা নেই।

মাদুরো আটক হওয়ার পর পরিস্থিতি বদলে যায়। ডেমোক্র্যাটদের পাশাপাশি কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা অভিযোগ তুলেছেন, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলা বিষয়ে কংগ্রেসকে বিভ্রান্ত করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *