ত্রিপুরার উনাকোটি জেলায় সহিংসতায় অগ্নিসংযোগ ও ভাঙচুর; গ্রেপ্তার ১০, কারফিউ জারি
![]()
নিউজ ডেস্ক
ভারতের ত্রিপুরা রাজ্যের উনাকোটি জেলার ফটিকরয় উপজেলার সায়দারপুর–শিমুলতলা এলাকায় শনিবার দিনভর সহিংসতায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সশস্ত্র দুর্বৃত্তদের হামলায় এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। সকাল থেকে একের পর এক বাড়ি, দোকান ও যানবাহনে অগ্নিসংযোগ এবং ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরিকল্পিতভাবে একদল দুর্বৃত্ত ওই এলাকায় হামলা চালায়। একটি কাঠের দোকান সম্পূর্ণ পুড়ে যায়, খড়ের গাদা ও একাধিক বসতবাড়িতে আগুন দেওয়া হয়। ভাঙচুরের শিকার হয় বেশ কয়েকটি ঘরবাড়ি ও যানবাহন। সংঘর্ষে বেশ কয়েকজন নিরীহ বাসিন্দা আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর), সিআরপিএফ ও আসাম রাইফেলসের সদস্যরা এলাকা ঘিরে ফেলেন। জনতা ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে এবং কড়া নজরদারির জন্য ড্রোন ব্যবহার করা হয়।

উনাকোটি জেলা ম্যাজিস্ট্রেট ডা. তমাল মজুমদার ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার অভিনাশ রাই ঘটনাস্থল পরিদর্শন করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় ভারতীয় দণ্ডবিধির ১৬৩ ধারা জারি করে কারফিউ আরোপ করা হয়। পাশাপাশি পরিস্থিতি যাতে আরও অবনতি না হয়, সে জন্য উনাকোটি জেলায় ৪৮ ঘণ্টার জন্য মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে।
পুলিশ সুপার অভিনাশ রাই সাংবাদিকদের বলেন, একটি দুর্বৃত্ত দল পরিকল্পিতভাবে এলাকায় প্রবেশ করে অগ্নিসংযোগ চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, পূজা উপলক্ষে চাঁদা আদায়কে কেন্দ্র করে সহিংসতার সূত্রপাত হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এক চালকের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়, যা দ্রুত সংঘর্ষ, মারধর ও অগ্নিসংযোগে রূপ নেয়।
প্রশাসনের দাবি, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় টহল জোরদার করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটিকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।