মণিপুরে অবৈধ আফিম চাষের বিরুদ্ধে অভিযান, দুই জেলায় প্রায় ৯৫ একর জমির আফিম ধ্বংস
![]()
নিউজ ডেস্ক
ভারতের মণিপুর রাজ্যের পাহাড়ি জেলাগুলোতে অবৈধ আফিম চাষ দমনে যৌথ অভিযান জোরদার করেছে নিরাপত্তা বাহিনী ও বন বিভাগ। এর অংশ হিসেবে ১৩ জানুয়ারি ২০২৬ তারিখে চান্দেল ও সেনাপতি জেলায় পৃথক দুটি অভিযানে প্রায় ৯৫ একর জমিতে গড়ে ওঠা অবৈধ আফিম ক্ষেত ধ্বংস করা হয়েছে।
চান্দেল জেলার চাকপিকারং থানাধীন গোভক পাহাড়ি এলাকায় পরিচালিত অভিযানে নিরাপত্তা বাহিনী ও বন বিভাগের যৌথ দল প্রায় ৬৫ একর জমিতে চাষ করা আফিম ক্ষেত উচ্ছেদ করে। অভিযানের সময় সেখানে থাকা দুটি অস্থায়ী কুঁড়েঘরও ভেঙে ফেলা হয়। পাশাপাশি আফিমের ফল, বীজ এবং চাষে ব্যবহৃত অন্যান্য সামগ্রী ধ্বংস করা হয়।
একই দিনে সেনাপতি জেলার সেনাপতি থানাধীন সাদিম পাহাড়ি এলাকায় আরেকটি যৌথ অভিযান পরিচালিত হয়। নিরাপত্তা বাহিনী, বন বিভাগ এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত দল সেখানে প্রায় ৩০ একর জমির অবৈধ আফিম ক্ষেত নির্মূল করে।
কর্তৃপক্ষ জানিয়েছে, মণিপুরের পাহাড়ি জেলাগুলোতে অবৈধ আফিম চাষ ও এর সঙ্গে জড়িত অপরাধমূলক কর্মকাণ্ড দমনে চলমান অভিযানের অংশ হিসেবেই এই সমন্বিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে মাদক উৎপাদন ও পাচার রোধে প্রশাসনের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।