শিক্ষা ও সম্প্রীতির বার্তা নিয়ে বলং হামারি উচ্চ বিদ্যালয়ে সেনাবাহিনীর শিক্ষা সামগ্রী বিতরণ
![]()
নিউজ ডেস্ক
শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন অধীনস্থ ভাইবোন ছড়া আর্মি ক্যাম্পের উদ্যোগে বলং হামারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সদর জোনের লেফটেন্যান্ট মোঃ নাহিদ হাসান।
শিক্ষা সামগ্রী বিতরণকালে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরেন।

লেফটেন্যান্ট মোঃ নাহিদ হাসান বলেন, “নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমেই একজন শিক্ষার্থী নিজেকে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে। ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য অবদান রাখতে হলে এখন থেকেই সততা ও পরিশ্রমকে সঙ্গী করতে হবে।”
তিনি আরও বলেন, পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের সামনে নানা সীমাবদ্ধতা থাকলেও সঠিক দিকনির্দেশনা ও সহযোগিতা পেলে তারাও মূলধারার সঙ্গে সমানভাবে এগিয়ে যেতে সক্ষম হবে। শিক্ষার প্রসারে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে সেনাবাহিনীর কর্মকর্তারা এলাকার শিব মন্দির পরিদর্শন করেন। এ সময় স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি ও সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়। পরিদর্শনকালে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করে তাদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

সেনাবাহিনীর এই পরিদর্শন ও খোঁজখবর নেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আস্থার অনুভূতি তৈরি হয়েছে বলে জানান এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দারা বলেন, শিক্ষা উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এতে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ছে এবং সেনাবাহিনী ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য আরও দৃঢ় হচ্ছে।
তারা আরও বলেন, পাহাড়ি এলাকায় শিক্ষা, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সেনাবাহিনীর নিয়মিত সম্পৃক্ততা ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শিক্ষা সহায়তা কার্যক্রমের মাধ্যমে শুধু শিক্ষা সামগ্রী বিতরণই নয়, বরং পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের স্বপ্নকে উজ্জীবিত করার একটি বার্তা পৌঁছে দিয়েছে খাগড়াছড়ি সদর জোন অধীনস্থ ভাইবোন ছড়া ক্যাম্প। জনকল্যাণ, শিক্ষা ও সামাজিক সম্প্রীতির মাধ্যমে শান্তিপূর্ণ পাহাড় গঠনে বাংলাদেশ সেনাবাহিনীর এ উদ্যোগ এলাকাবাসীর কাছে ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।