ত্রিপুরার আমতলিতে অবৈধ অস্ত্র তৈরির সরঞ্জাম ও তাজা গুলি উদ্ধার, একজন গ্রেপ্তার
![]()
নিউজ ডেস্ক
ভারতের ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলার আমতলি থানাধীন কার্তিক চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র তৈরির সরঞ্জাম ও তাজা গুলি উদ্ধার করেছে ত্রিপুরা পুলিশ। অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আমতলি মহকুমা পুলিশের কর্মকর্তা (এসডিপিও) পারমিতা পান্ডে জানান, মঙ্গলবার গভীর রাতে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় একটি বাড়িতে অবৈধ অস্ত্র সংক্রান্ত সামগ্রী মজুদ থাকার খবর পাওয়া যায়। তথ্য পাওয়ার পরপরই আমতলি থানার একটি দল উপপরিদর্শক মৃণাল পালের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে বাড়িটি ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান চালায়।
তল্লাশিকালে পুলিশ সাতটি কার্তুজের খালি খোসা, গুলি তৈরির বিভিন্ন উপাদান এবং আগ্নেয়াস্ত্র তৈরিতে ব্যবহৃত বলে সন্দেহজনক কিছু যন্ত্রপাতি উদ্ধার করে। এ ঘটনায় বলবীর সিং নামের একজনকে গ্রেপ্তার করা হয়।
এসডিপিও পারমিতা পান্ডে আরও জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে এবং তদন্তের স্বার্থে তার রিমান্ড আবেদন করা হবে। উদ্ধার করা সামগ্রীগুলোর প্রকৃতি ও উৎস নির্ধারণে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।
পুলিশ জানায়, বলবীর সিংয়ের বিরুদ্ধে এর আগেও ২০২৪ সালে সিপাহিজলা জেলার কালামচৌড়া থানায় একটি মামলা ছিল। সেই মামলার বিস্তারিত তথ্য সংগ্রহ করে বর্তমান তদন্তের সঙ্গে যুক্ত করা হচ্ছে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, উদ্ধারকৃত সামগ্রী কোথা থেকে আনা হয়েছে এবং সেগুলো কী উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল—তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।