দুর্গম সীমান্ত গ্রামে পাঁচ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও চিকিৎসা সহায়তা দিল সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম মিলনপুর গ্রামে পাঁচ শতাধিক অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের ২০ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন (২০ ইসিবি)।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সেনাবাহিনী পরিচালিত মিলনপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

শীতপ্রবণ দুর্গম সীমান্ত এলাকায় বসবাসরত পাহাড়ি সম্প্রদায়ের পাঁচ শতাধিক নারী, পুরুষ ও শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এদিন হেলিকপ্টারযোগে সীমান্ত সড়ক পরিদর্শনে বাঘাইছড়ি পৌঁছান সরকারের পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব) এম এ আকমল হোসেন আজাদ।

সফরকালে তিনি স্থানীয় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এবং সেনাবাহিনীর উদ্যোগে পরিচালিত বিনামূল্যে চিকিৎসা সহায়তা কার্যক্রম ঘুরে দেখেন।
চিকিৎসা সহায়তা কার্যক্রমে সেনাবাহিনীর মেডিকেল টিম স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদান করে।

দুর্গম সীমান্ত এলাকায় স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার প্রেক্ষাপটে এ উদ্যোগ স্থানীয়দের মাঝে স্বস্তি ও কৃতজ্ঞতার অনুভূতি সৃষ্টি করে।
এসময় পরিকল্পনা কমিশনের সড়ক পরিবহন উইং’র উপ-প্রধান শারমিন আক্তার, উপ-প্রধান (সংযুক্ত) নাসরীন সুলতানা ও সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. শামছুল আলম, সীমান্ত সড়ক প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) কর্নেল তানিম শাহরিয়ার, ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের স্টাফ অফিসার-১ (পরিকল্পনা) লেফটেন্যান্ট কর্নেল আবু খালেদ আল-মামুন।

সংশ্লিষ্টরা জানান, সীমান্ত এলাকায় যোগাযোগ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসা ও সামাজিক সহায়তা কার্যক্রম পরিচালনার মাধ্যমে দুর্গম এলাকার জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।