ভারতের পশ্চিমবঙ্গের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে বিক্ষোভ

ভারতের পশ্চিমবঙ্গের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে বিক্ষোভ

ভারতের পশ্চিমবঙ্গের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে বিক্ষোভ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের ঝাড়খণ্ড রাজ্যে কাজ করতে গিয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। আর সেই মৃত্যুকে কেন্দ্র করেই এবার উত্তপ্ত হয়ে উঠেছে বেলডাঙা। মৃত ওই যুবকের মরদেহ আজ গ্রামে পৌঁছানোর পর পরই বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা।

দোষীদের তাড়াতাড়ি গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবিতে বেলডাঙায় ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। সেই সঙ্গে বেলডাঙা স্টেশনও বন্ধ করে দেওয়া হয়। এর ফলে শিয়ালদহ-লালগোলা শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। জাতীয় সড়কে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে পড়ে।

মৃত ওই শ্রমিকের নাম আলাই শেখ(৩০)। বেলডাঙ্গার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ছিলেন তিনি। ঝাড়খণ্ডে তিনি ফেরিওয়ালার কাজ করতেন। গতকাল সকালে তার মৃত্যুর খবর গ্রামে পৌঁছয়। তার পরিবার দাবি করেছে যে, আলাইকে মারধর করে খুন করা হয়েছে এবং পরে ঘটনাটিকে আত্মহত্যা বলে দেখানোর জন্য দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাদের আরও অভিযোগ যে, মুর্শিদাবাদের বাসিন্দা হওয়ার কারণেই এই পরিণতি।

যদিও আলাইয়ের ভগিনীপতি ওসমান শেখের অভিযোগ, গত পরশু শ্যালক তাকে ফোন করেছিলেন। জানিয়েছিলেন, ঝাড়খণ্ডের গ্রামে গ্রামে ফেরি করতে গিয়ে বাংলাদেশি অপবাদে হেনস্তার শিকার হতে হচ্ছে তাকে। পরিবার সূত্রে জানা গেছে যে, গত বুধবার দুপুরে শেষবার বাড়িতে ফোন করেছিলেন ঐ যুবক। মায়ের সঙ্গে কথা বলার সময় তিনি আতঙ্কের কথাও জানিয়েছিলেন। তারপর থেকে আর তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। আজ তার মরদেহ গ্রামে ফিরতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে।

বিক্ষোভকারীরা তৃণমূল এবং বিজেপি দু’দলের বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত তারা মুখ্যমন্ত্রীর আশ্বাস পাচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত তারা এই অবরোধ তুলবেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed