পাকিস্তান রাশিয়ার ঘনিষ্ঠ অংশীদার, দুই দেশের সম্পর্ক পরস্পরের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয়: পুতিন
Russian President Vladimir Putin meets with Pakistan's Prime Minister Shehbaz Sharif at Diaoyutai State Guesthouse in Beijing, China, September 2, 2025. REUTERS/Maxim Shemetov/Pool
![]()
নিউজ ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পাকিস্তান তার দেশের ঘনিষ্ঠ অংশীদার। তার মতে, দুই দেশের সম্পর্ক পরস্পরের স্বার্থ রক্ষায় সত্যিকার অর্থেই প্রয়োজনীয়। এজন্য ইসলামাবাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে মস্কো। খবর জিও নিউজের।
পুতিনের উদ্ধৃতি দিয়ে পাকিস্তানে রাশিয়ার দূতাবাস জানিয়েছে, ‘বৃহত্তম আঞ্চলিক সংস্থা সাংহাই সহযোগিতা সংস্থার পূর্ণ সদস্য পাকিস্তানের সঙ্গে আমাদের অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং মানবিক সম্ভাবনার দিক থেকে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রয়েছে।’
রাশিয়ায় পাকিস্তানের রাষ্ট্রদূত ফয়সাল নিয়াজ তিরমিজি মস্কোয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট পুতিনের কাছে আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র পেশ করেন। এরপর এই বিবৃতি দেওয়া হয়।
এ সময় রাষ্ট্রদূত তিরমিজি রুশ প্রেসিডেন্ট পুতিনকে পাকিস্তানি প্রেসিডেন্ট আসিফ জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং পাকিস্তানের জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা জানান।
প্রেসিডেন্ট পুতিন পাকিস্তানকে রাশিয়ার ঘনিষ্ঠ অংশীদার হিসেবে উল্লেখ করে বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারিত হচ্ছে, বিশেষ করে বাণিজ্য, কূটনীতি, শিক্ষা, কৃষি, ওষুধ, রেলওয়ে, শিল্প, স্বাস্থ্য এবং তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে।
ইউক্রেন নিয়ে পশ্চিমা নিষেধাজ্ঞার পর মস্কো নতুন জ্বালানি বাজার খুঁজছে এবং ইসলামাবাদ আমদানি খরচ কমাতে চাইছে বলে সাম্প্রতিক বছরগুলোতে ইসলামাবাদ রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করেছে। পাকিস্তান ২০২৩ সালে রাশিয়ান অপরিশোধিত তেল কিনতে শুরু করে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।