পুকুরে ঝাঁপ দিয়েও রক্ষা হলো না, বোয়ালখালীতে অস্ত্রসহ দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

পুকুরে ঝাঁপ দিয়েও রক্ষা হলো না, বোয়ালখালীতে অস্ত্রসহ দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

পুকুরে ঝাঁপ দিয়েও রক্ষা হলো না, বোয়ালখালীতে অস্ত্রসহ দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রামের বোয়ালখালীতে দেশি-বিদেশি অস্ত্রসহ দুইজন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। শুক্রবার (১৬ জানুয়ারি) মধ্য রাতে উপজেলার বেংগুরা এলাকা থেকে আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেলের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা তাদেরকে গ্রেফতার করা হয়।

অভিযানে ৪টি বিদেশি শট গান, ২টি বিদেশি পিস্তল, ১৩ রাউন্ড এমোনিশন ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির উপকরণ উদ্ধার করা হয়।

আসামিরা হলো, সারোয়াতলী ইউনিয়নের হোরারবাগ চেয়ারম্যান বাড়ির মৃত আবুল বশরের ছেলে সালাহউদ্দিন রুমি (৫১) ও তার ভাই সাইফুল ইসলাম বাপ্পি (৫৬)।

ক্যাম্প কমান্ডার মেজর মো: রাসেল বলেন, সন্ত্রাসী সালাহউদ্দিন রুমির অস্ত্র মামলাসহ মোট ৬টি মামলা ও সাইফুল ইসলাম বাপ্পির অস্ত্র মামলাসহ মোট ৪টি মামলা রয়েছে। এই সন্ত্রাসীরা বিগত নির্বাচনসহ বিভিন্ন সময়ে অস্ত্রচালনা ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়া এই সন্ত্রাসীরা নিজস্ব পদ্ধতিতে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করতো ও বোয়ালখালীসহ চট্টগ্রামের বিভিন্ন সংঘবদ্ধ সন্ত্রাসীদলের কাছে অস্ত্র বেচাকেনার ব্যবসা করে আসছিল।

তিনি আরো বলেন, আসন্ন নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এই সন্ত্রাসীদের গ্রেপ্তার একটি বড় সহায়ক হিসেবে কাজ করবে। সেনা অভিযানে সেনাসদস্যরা অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে সন্ত্রাসীদের আস্তানায় অপারেশন পরিচালনা করেন। অভিযান চলাকালীন সময়ে সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

তবে সেনা সদস্যদের তৎপরতায় ও চতুর্মুখী আক্রমণের ফলে সন্ত্রাসীরা পালিয়ে যেতে ব্যর্থ হয়। সন্ত্রাসীদের সাথে একটি বিদেশি পিস্তল ও এমোনিশন পাওয়া যায়। এছাড়াও সন্ত্রাসীরা পরিত্যক্ত বাড়ির সিলিংয়ে, আলমিরার গোপন বাক্সে, গোয়ালঘরের খড়কুটোর নিচে ও নির্মাণাধীন বিল্ডিংয়ের বালির নিচে ৪ টি ভিন্ন স্থানে তাদের অস্ত্র, এমোনিশন ও অস্ত্র তৈরির উপকরণসমূহ লুকিয়ে রেখেছিল।

সেনাসদস্যদের জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানের মাধ্যমে গোপন স্থানগুলো থেকে লুকিয়ে রাখা অস্ত্র, এমোনিশন ও অস্ত্র তৈরির উপকরণসমূহ উদ্ধার করা সম্ভব হয়।

পরবর্তীতে বোয়ালখালী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জব্দকৃত মালামালসমূহের জব্দতালিকা প্রস্তুত করে ও আসামিকে সুস্থ অবস্থায় পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানায় নিয়ে যাওয়া হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed