কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে ছয় কোটি টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে ছয় কোটি টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে ছয় কোটি টাকার ইয়াবা উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে ছয় কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানের সময় মাদক চোরাকারবারিদের সঙ্গে বিজিবির গোলাগুলির ঘটনাও ঘটে।

বিজিবি সূত্র জানায়, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) গত ১৬ জানুয়ারি রাত থেকে টেকনাফ উপজেলার খারাংখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ২০ কার্টনে রাখা মোট ২ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ছয় কোটি টাকা।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, ১৭ জানুয়ারি ভোর আনুমানিক ৩টার দিকে মিয়ানমার থেকে চারজন সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা বিজিবির দিকে তিন রাউন্ড গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও এক রাউন্ড গুলি ছোড়ে। পরে চোরাকারবারিরা সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে নীল রঙের দুটি প্লাস্টিকের বস্তার ভেতর স্কচ টেপে মোড়ানো খাকি রঙের বায়ুরোধী প্যাকেটে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও আর কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি। পলাতক চোরাকারবারিদের ধরতে এলাকায় চিরুনি অভিযান চালানো হলেও রাতের অন্ধকারে কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা আইনানুগ প্রক্রিয়ায় টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সব সময় কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা ও মাদক দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed