কুর্মিটোলায় গলফের মিলনমেলা: উৎসবমুখর পরিবেশে সমাপ্ত ১১তম শাহ্ সিমেন্ট–একেএস গলফ টুর্নামেন্ট
![]()
নিউজ ডেস্ক
তিন দিনব্যাপী আন্তর্জাতিক মানের গলফ প্রতিযোগিতা ‘১১তম শাহ্ সিমেন্ট–একেএস গলফ টুর্নামেন্ট ২০২৬’ রাজধানীর ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সমাপ্ত হয়েছে।
গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
প্রধান অতিথি টুর্নামেন্টের বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে অভিনন্দন জানান। তিনি বলেন, এ ধরনের আন্তর্জাতিক মানের ক্রীড়া আয়োজন শুধু ক্রীড়াঙ্গনের উৎকর্ষ সাধনই নয়, বরং সৌহার্দ্য, শৃঙ্খলা ও পারস্পরিক বন্ধন জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এবারের টুর্নামেন্টে দেশি ও বিদেশি মিলিয়ে সর্বমোট ৭১৯ জন গলফার বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন, যা বাংলাদেশের গলফ ইতিহাসে অন্যতম বৃহৎ অংশগ্রহণ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিযোগিতায় পেশাদারিত্ব, ক্রীড়া নৈপুণ্য ও বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতার এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়, যা উপস্থিত দর্শক ও অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, টুর্নামেন্টের স্পন্সর আবুল খায়ের গ্রুপের এক্সিকিউটিভ ডাইরেক্টর, কুর্মিটোলা গলফ ক্লাব ও আবুল খায়ের গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ। তাঁদের উপস্থিতি পুরো আয়োজনকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে।

আয়োজক ও অংশগ্রহণকারীদের মতে, পেশাদার ব্যবস্থাপনা, আন্তর্জাতিক মানের কোর্স প্রস্তুতি এবং সুশৃঙ্খল আয়োজনের মাধ্যমে ১১তম শাহ্ সিমেন্ট–একেএস গলফ টুর্নামেন্ট কুর্মিটোলা গলফ ক্লাবের সক্ষমতা ও বাংলাদেশের গলফ সংস্কৃতির অগ্রযাত্রাকে নতুন করে তুলে ধরেছে।
প্রসঙ্গত, নিয়মিতভাবে এ ধরনের গলফ টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে ক্রীড়াক্ষেত্রে সেনানিবাসভিত্তিক অবকাঠামো ও কর্পোরেট পৃষ্ঠপোষকতার সমন্বয় দেশের ক্রীড়াঙ্গনে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।