দিনাজপুরে নির্বাচনী প্রস্তুতির শেষ ধাপে বিজিবি: মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে সর্বাত্মক প্রস্তুতি ৪২ বিজিবির

দিনাজপুরে নির্বাচনী প্রস্তুতির শেষ ধাপে বিজিবি: মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে সর্বাত্মক প্রস্তুতি ৪২ বিজিবির

দিনাজপুরে নির্বাচনী প্রস্তুতির শেষ ধাপে বিজিবি: মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে সর্বাত্মক প্রস্তুতি ৪২ বিজিবির
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে দিনাজপুর জেলার চারটি সংসদীয় আসনে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালনের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও বেসামরিক প্রশাসনকে সহায়তা দেওয়ার লক্ষ্যে ইতোমধ্যে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।

শনিবার (১৭ জানুয়ারি) বিজিবি দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়কের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য করতে দিনাজপুর-১ (বীরগঞ্জ ও কাহারোল), দিনাজপুর-২ (বিরল ও বোচাগঞ্জ), দিনাজপুর-৩ (দিনাজপুর সদর) এবং দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসনে ৪২ বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্বাচনকে সামনে রেখে আগাম প্রস্তুতির অংশ হিসেবে দিনাজপুর ব্যাটালিয়ন ব্যাপক প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেছে। গত বছরের ৩১ আগস্ট থেকে ২০ নভেম্বর পর্যন্ত ছয়টি পর্বে নির্বাচন প্রস্তুতিমূলক প্রশিক্ষণ এবং ৩০ নভেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত দু’টি পর্বে নির্বাচন প্রস্তুতিমূলক সতেজকরণ প্রশিক্ষণ সম্পন্ন করা হয়। পাশাপাশি ২৮ ডিসেম্বর ২০২৫ থেকে ২০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত পরিস্থিতিগত প্রশিক্ষণ অনুশীলন চলমান রয়েছে।

নির্বাচনকালীন যে কোনো ধরনের সহিংসতা ও বিশৃঙ্খলা মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গত ১২ নভেম্বর একটি রায়োট কন্ট্রোল মহড়া সফলভাবে পরিচালনা করা হয়। এছাড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে হালনাগাদ ভোটার তালিকা, প্রার্থীদের তালিকা এবং অধিক ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ ও সাধারণ ভোটকেন্দ্রের তথ্য সংগ্রহ করা হয়েছে। দিনাজপুর জেলার চারটি আসনের মোট ৫০৪টি ভোটকেন্দ্র রেকি সম্পন্ন করা হয়েছে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সাতটি বেস ক্যাম্প স্থাপনের স্থান নির্ধারণ করে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে বর্ডার গার্ড বাংলাদেশ সম্পূর্ণভাবে বদ্ধপরিকর। তিনি জানান, সকল ভোটার যেন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবে।

প্রসঙ্গত, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জাতীয় গুরুত্বপূর্ণ যে কোনো রাষ্ট্রীয় দায়িত্ব পালনে বিজিবির এই সুসংগঠিত প্রস্তুতি দিনাজপুর জেলায় নির্বাচন ঘিরে জনমনে স্বস্তি ও আস্থার পরিবেশ তৈরি করেছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed