আধারমানিক সীমান্তে ফাঁদ পেতে ৩০ কেজি গাঁজা উদ্ধার করল বিজিবি, পালাল চোরাকারবারি

আধারমানিক সীমান্তে ফাঁদ পেতে ৩০ কেজি গাঁজা উদ্ধার করল বিজিবি, পালাল চোরাকারবারি

আধারমানিক সীমান্তে ফাঁদ পেতে ৩০ কেজি গাঁজা উদ্ধার করল বিজিবি, পালাল চোরাকারবারি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আধারমানিক সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)–এর সদস্যরা সীমান্ত এলাকায় বিশেষ টহল পরিচালনা করে ৩০ কেজি গাঁজা আটক করতে সক্ষম হন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গতকাল শনিবার (১৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে রামগড় ব্যাটালিয়নের অধীনস্থ আধারমানিক বিওপির একটি টহলদল ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় সীমান্ত পিলার ২২০৮/৪ আরবি থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একে খান চা বাগান এলাকায় ফাঁদ পেতে অবস্থান নেয়। রাত আনুমানিক ৯টার দিকে টহলদল ভারতীয় সীমান্ত দিক থেকে দুইজন চোরাকারবারিকে বাংলাদেশের দিকে আসতে দেখতে পায়।

এ সময় টহলদল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা সঙ্গে থাকা দুইটি বস্তা ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে পরিত্যক্ত দুইটি বস্তার ভেতর থেকে ছয়টি প্যাকেটে মোড়ানো মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মাদকবিরোধী কার্যক্রমের পাশাপাশি মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করতেও বিজিবি ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে।

বিজিবি কর্তৃপক্ষ সীমান্তবর্তী এলাকার জনগণকে মাদকদ্রব্য, চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ সংক্রান্ত যেকোনো তথ্য বিজিবির নিকট প্রদান করে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

প্রসঙ্গত, পার্বত্য ও সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবির ধারাবাহিক অভিযান স্থানীয়ভাবে ইতিবাচক সাড়া ফেলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed