বান্দরবানের ঘুমধুম সীমান্তে তিনটি স্থল মাইনসহ আটক ১
![]()
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের রাজাপালং এলাকা থেকে অবিষ্ফোরিত তিনটি স্থল মাইনসহ মোঃ আমির (১৮) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। আটককৃত আমির কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ডেইলপাড়া গ্রামের মেহের আলীর ছেলে। গত ১১ এপ্রিল শনিবার দুপুরে ঘুমধুম ইউনিয়নের রেজু-আমতলী লাগোয়া রাজাপালং এলাকা থেকে এই মাইন উদ্ধার করা হয়।
জানা গেছে, তিনটি অবিষ্ফোরিত মাইনসহ আটককৃত যুবক সীমান্তের জিরো পয়েন্ট (৩৯নং পিলার) এর দিকে যাওয়ার পথে ঘুমধুম ইউনিয়নের রেজুআমতলী বিওপির বিজিবির সদস্যরা ওই যুবককে আটক করে। পরে তার কাছ থেকে তিনটি স্থল মাইন উদ্ধার করা হয়।
এবিষয়ে ঘুমধুম ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার বাবুল বান্তি চাকমা বলেন, রেজু আমতলী এলাকার পশ্চিমে রাজাপালং এলাকা থেকে তিনটি স্থল মাইনসহ এক যুবকে আটক করেছে বিজিবি। মাইনগুলো জিরো পয়েন্টে বসানোর জন্য নেওয়া হচ্ছিল বলে এলাকার লোকজনের ধারনা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, উখিয়ার রাজাপালং এলাকা থেকে মাইন সাদৃশ্য তিনটি বস্তু উদ্ধার করা হয়েছে। আটক মো: আমির বহনকারী ছিলেন। জিজ্ঞাসাবাদের পর এই ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫শে আগষ্ট বাংলাদেশে রোহিঙ্গা আশ্রয় নেওয়ার পর মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক আইন অমান্য করে জিরো পয়েন্টে মাইন স্থাপনের অভিযোগ উঠে। এই ঘটনায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী পতাকা বৈঠকের মাধ্যমে একাধিকবার মিয়ানমারকে প্রতিবাদ জানিয়ে আসছিল। সর্বশেষ গত মাসের ১১তারিখেও ঘুমধুম সীমান্তে দুই দেশের পতাকা বৈঠকে স্থল মাইন স্থাপনের বিষয়ে প্রতিবাদ জানায় বিজিবি।