করোনা পরিস্থিতিতে খাগড়াছড়িতে ত্রাণ কার্যক্রম পর্যবেক্ষণ করবেন প্রতিরক্ষা সচিব আব্দুল্লাহ আল মোহসিন চৌধুরী - Southeast Asia Journal

করোনা পরিস্থিতিতে খাগড়াছড়িতে ত্রাণ কার্যক্রম পর্যবেক্ষণ করবেন প্রতিরক্ষা সচিব আব্দুল্লাহ আল মোহসিন চৌধুরী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সারাদেশে অঘোষিত লকডাউনের মধ্যে কর্মহীন হয়ে পড়া লোকজনকে দেয়া সরকারী ত্রাণ বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণের জন্য দেশের ৬৪ জেলায় ৬৪ সচিবকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল্লাহ আল মোহসিন চৌধুরীকে খাগড়াছড়ি জেলার দায়িত্ব দেয়া হয়েছে।

২০ এপ্রিল সোমবার সকালে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের আটটি জেলার প্রতিনিধি ও কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্স কালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কোভিড -১৯ সংক্রমণের কারণে সচিবালয়ে দৈনন্দিন কাজের চাপ কম হওয়ায় সচিব পর্যায়ের কর্মকর্তারা এখন থেকে জেলা পর্যায়ে ত্রাণ কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।’

ঢাকা বিভাগের মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহের জনপ্রতিনিধি এবং কর্মকর্তারা ভিডিও কনফারেন্সের সাথে সংযুক্ত হয়েছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি প্রত্যেক জেলায় ত্রাণ কার্যক্রম তদারকি ও সে বিষয়ে আমার কাছে একটি প্রতিবেদন জমা দেওয়ার জন্য একজন সচিবকে দায়িত্ব দিয়েছি।’ তিনি আরো বলেন, ‘আমি প্রত্যেক জেলায় ত্রাণকার্যক্রম তদারকি ও সে বিষয়ে আমার কাছে একটি প্রতিবেদন জমা দেওয়ার জন্য একজন সচিবকে দায়িত্ব দিয়েছি, কারণ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সচিবালয়ে তাদের নিয়মিত কাজের চাপ কমে গেছে।’

এসময় প্রধানমন্ত্রী সভাপতি শেখ হাসিনা বলেন, ‘এছাড়াও আমি ইতোমধ্যে আমার দলীয় নেতা-কর্মীদের নিয়ে সবোর্চ্চ পর্যায় থেকে ওয়ার্ড পর্যন্ত ত্রাণ কমিটি গঠনের নির্দেশ দিয়েছি। এই কমিটিগুলো স্থানীয় প্রশাসনকে কর্মহীনদের একটি সঠিক তালিকা তৈরি করতে সহায়তা করবে, যাদের সত্যিকার অর্থেই সরকার কর্তৃক সরবরাহ করা খাদ্য সহায়তা প্রয়োজন।’