বান্দরবানের থানছিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩০ কোটি টাকার ক্ষয়-ক্ষতির আশংকা - Southeast Asia Journal

বান্দরবানের থানছিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩০ কোটি টাকার ক্ষয়-ক্ষতির আশংকা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার থানছি উপজেলার প্রধান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ ২৭ এপ্রিল সোমবার আনুমানিক ভোর ৫টার দিকে আকস্মিক আগুন লেগে বান্দরবান জেলার থানচি উপজেলার থানচি বাজার সম্পূর্ণ পুড়ে যায় বলে জানা যায়।

স্থানীয় জনসাধারণ ও বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি জসিম উদ্দিন জানান, বাজারের ১৮৭টি দোকানের মধ্যে ১৮৪ টি দোকান পুড়ে যায়। এতে ক্ষতির পরিমাণ প্রায় ২০ থেকে ২৫ কোটি টাকা। দূর্ভাগ্যজনক হলেও সত্য যে, থানচি উপজেলা শহরে কোনো ফায়ার সার্ভিস না থাকায় জনসাধারণ আগুন নিভাতে ব্যর্থ হন। এছাড়া ভোরে ব্যবসায়ীরা ঘুমে থাকায় কোনো মালপত্র বের করতে পারে নি।

আগুনের সূত্রপাত সঠিকভাবে জানা না গেলেও চায়ের দোকান থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা মনে করছেন।