রামগড়ে সেনাবাহিনীর উপস্থিতিতে ভ্রাম্যমান আদালতের অভিযান, ১৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা - Southeast Asia Journal

রামগড়ে সেনাবাহিনীর উপস্থিতিতে ভ্রাম্যমান আদালতের অভিযান, ১৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকালীন সময়ে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রনে বাজার মনিটরিং এর অংশ হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে সেনাবাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করেছে রামগড় উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমান আদালত।

জানা যায়, ২৬শে এপ্রিল রবিবার সন্ধ্যা ৬টার পর এবং ইফতারের আগ মুহূর্তে রামগড় উপজেলা সদর ও সোনাইপুল বাজারে বেশ কিছু সংখ্যক মুদি এবং ইফতারের দোকান খোলা ছিল যেখানে সাধারন জনগণ ব্যাপকভাবে আনাগোনা করছিলো। এমতাবস্থায় সেনাবাহিনীর গুইমারা সাবজোন অধিনায়ক মেজর জুনায়েদ বিন কবিরের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল এবং রামগড় উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব শান্তি রুদ্র, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুজ্জামান এবং সিন্দুকছড়ি জোনের লেফটেন্যান্ট সাদ।

এসময় ভ্রাম্যমান আদালত সরকারী নির্দেশনা অমান্য করে জনসমাগম সৃষ্টির দায়ে মোট ১৫টি দোকানের মালিককে এক থেকে দেড় হাজার টাকা করে জরিমানা করেন এবং গণসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সকলকে প্রেষনামূলক বক্তব্য প্রদান করেন।

এসময় গুইমারা সাবজোন অধিনায়ক মেজর জুনায়েদ বলেন, সরকারি নীতি বহির্ভূতভাবে এই করোনা প্রাদুর্ভাবের সময় যারা দোকান খুলে লোকসমাগম করার অপচেষ্টা করছে তাদের বিরুদ্ধে জরিমানাসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও মেজর জুনায়েদ পুরো সোনাইপুল এবং রামগড় বাজারে ডিজইন ফেক্টিং পানি ছিটানো ছাড়াও গণসচেতনতামূলক কার্যক্রম হিসেবে সকলকে মাস্ক পরিধান এবং ঘন ঘন হাত ধোয়ার জন্য মাইকিং করেন।