খাগড়াছড়ির দীঘিনালায় প্রথমবারের মতো নারায়নগঞ্জ ফেরত এক গার্মেন্টস শ্রমিকের করোনা শনাক্ত - Southeast Asia Journal

খাগড়াছড়ির দীঘিনালায় প্রথমবারের মতো নারায়নগঞ্জ ফেরত এক গার্মেন্টস শ্রমিকের করোনা শনাক্ত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলায় প্রথমবারের মতো একজন করোনা রোগী শনাক্ত হয়েছে বলে জানা গেছে। আক্রান্ত ব্যক্তির নাম এরশাদ চাকমা (৩৫)। সে নারায়নগঞ্জের ‘অনন্ত ওয়াসিং’ নামের একটি গার্মেন্টস’এ কর্মরত ছিলেন।

সূত্র মতে, জেলার দীঘিনালা উপজেলার কামাক্কোছড়া গ্রামের বাসিন্দা এরশাদ চাকমা গত ১৮ এপ্রিল নারায়নগঞ্জের আদমজি থেকে স্ত্রীসহ দীঘিনালা এসে পৌঁছে। পরে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন হিসেবে উপজেলার কামাক্কোছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রেরণ করা হয়। পরবর্তীতে গত ২২ এপ্রিল তাঁর নমুনা সংগ্রহ করা হলে আজ করোনা ভাইরাস শনাক্ত হয়। এঘটনায় পুরো কামাক্কোছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে লক ডাউন ঘোষণা করা হয়েছে।

বিকেলে জেলা সিভিল সার্জন অফিস থেকে খবর পাওয়ার পর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবুল কাশেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ তনয় তালুকদার এবং দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন কেন্দ্র কামাক্কোছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।

তবে করোনা ভাইরাস শনাক্ত হওয়া এরশাদ চাকমা, নিজেকে পুরোপুরি সুস্থ মনে করছেন। তিনি জানান, তার হাঁচি-কাশি বা জ্বর এ ধরনের কোন উপসর্গ নেই।

দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডাঃ তনয় তালুকদার জানান, গত ২২ তারিখ নমুনা সংগ্রহ করা হলে আজ করোনা ভাইরাসের নমুনা পজিটিভ ধরা পড়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ কামাক্কোছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে লক ডাউন ঘোষণা করে বলেন, এখন থেকে পার্শ্ববর্তী কোন লোকজন বিদ্যালয়ে যেতে পারবে না। পাশাপাশি তিসি কোয়ারেন্টাইন কেন্দ্রের কোনো লোকজন বাহিরে না যাওয়ার নির্দেশ প্রদান করেন।