বান্দরবানে করোনা পরিস্থিতিতে ত্রাণ কার্যক্রম পর্যবেক্ষন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত - Southeast Asia Journal

বান্দরবানে করোনা পরিস্থিতিতে ত্রাণ কার্যক্রম পর্যবেক্ষন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা বান্দরবানে করোনা পরিস্থিতি ও ক্ষতিগ্রস্তদের মাঝে চলমান ত্রাণ কার্যক্রম পর্যবেক্ষন নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৯ এপ্রিল বুধবার বিকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলামের সভাপতিত্বে বান্দরবানের সার্বিক পরিস্থিতি নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতু সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মোহাম্মদ শাহিদুল ইমরান , লেফটেন্যান্ট কর্নেল হাসান মাসুদ, পুলিশ সুপার জেরিন আক্তারসহ আরো অনেকে।

অনুষ্ঠানে অতিথিরা বান্দরবানে করোনা ভাইরাস প্রতিরোধে নানা কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন। এছাড়া বান্দরবানের জনসাধারণকে করোনা থেকে সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত উদ্যোগ গ্রহণ করেছেন সেগুলোকে সাধুবাদ জানান।

অতিথিরা বলেন, পার্বত্য অঞ্চলে সকল জনসাধারণকে করোনা থেকে মুক্ত করার জন্য সকল রকম প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও এই দুর্যোগের মুহূর্তে যাতে কেউ অভুক্ত না থাকে সেজন্য সরকারি বিধি মোতাবেক সকল রকম ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে।