পানছড়িতে রাতের আঁধারে বাঙালি বাড়িতে চুরি করতে গিয়ে চাকমা যুবক গণধোলাইয়ের স্বীকার - Southeast Asia Journal

পানছড়িতে রাতের আঁধারে বাঙালি বাড়িতে চুরি করতে গিয়ে চাকমা যুবক গণধোলাইয়ের স্বীকার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির পানছড়িতে এক চাকমা যুবক কর্তৃক স্থানীয় এক বাঙালি বাড়িতে মধ্য রাতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উক্ত চাকমা যুবককে চুরি করার সময় হাতেনাতে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয় উত্তেজিত জনতা।

৬ মে বুধবার ভোর আনুমানিক সাড়ে তিনটার দিকে পানছড়ি উপজেলার আইয়ুব নগর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা যায়।

সূত্র মতে, পানছড়ি উপজেলার মানিক্কা পাড়া এলাকার আবোদা চাকমার ছেলে এরাকো চাকমা (২০) আজ ভোররাতে উপজেলার আইয়ুব নগর এলাকার ওয়াজেদ আলীর পুত্র আব্দুল রহিম মিয়া (৩০)’র বাড়িতে চুরি করার উদ্দেশ্যে দরজা খুলে ঘরে প্রবেশ করে। এসময় বাড়িতে চোরের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার করলে পাড়া-প্রতিবেশীসহ স্থানীয়রা এসে এরাকো চাকমাকে আটক করে গণধোলাই দেয়। এসময় খবর পেয়ে এরাকো চাকমাকে উদ্ধার করে পানছড়ি থানা পুলিশ।

পানছড়ি থানার এসআই মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল এরাকো চাকমাকে উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে পানছড়ি থানা পুলিশ।

পানছড়ি থানা সূত্রে জানা গেছে, এঘটনায় আব্দুল রহিম মিয়া বাদী হয়ে সকালে এরাকো চাকমাকে আসামী করে পানছড়ি থানায় একটি মামলা দায়ের করেছেন।