রাঙামাটিতে প্রথমবারের মতো করোনা রোগী শনাক্ত - Southeast Asia Journal

রাঙামাটিতে প্রথমবারের মতো করোনা রোগী শনাক্ত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দেশের অন্যতম পর্যটন শহর রাঙামাটিতে প্রথমবারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন ৪ জন। আক্রান্তদের মধ্যে দু’জন হাসপাতাল এলাকার এবং একজন করে দেবাশীষ নগর ও রিজার্ভ বাজারের । রিজার্ভ বাজারে আক্রান্ত ৯ মাসের শিশু। এছাড়া হাসপাতাল এলাকায় আক্রান্ত এক নারীর বয়স ৩৮, পুরুষের বয়স ৫০ এবং দেবাশীষ নগরে আক্রান্তের বয়স ১৯ বছর।

রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা নিয়ন্ত্রণে কক্ষের নিয়ন্ত্রক ডা. মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেন।

রাঙামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানান, আক্রান্তরা জ্বর, কাশি নিয়ে হাসপাতালে আসলে তাদের রক্তের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো হয়। এতে তাদের করোনা পজেটিভ ধরা পড়ে। তবে তারা এখনো বাসায় অবস্থান করছেন। তাদের আইসোলেশনে আনা হবে কিনা তা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন বৈঠকের পর তা সিদ্ধান্ত নেওয়া হবে। আক্রান্তরা বাইরে থেকে এসেছেন কিনা তা তদন্ত করা হচ্ছে।

রাঙামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশীদ জানান, স্বাস্থ্য বিভাগের কাছ থেকে তথ্য পাওয়ার পর তারা তিনটি এলাকা লকডাউন করেছেন।