রাঙামাটিতে বাড়ছে করোনার প্রাদুর্ভাব: নতুন আক্রান্ত ১০ জনসহ মোট আক্রান্ত ২৪
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলায় বেড়েই চলেছে করোনা ভাইরাস সংক্রমণের হার। নতুন করে গত ২৪ ঘন্টায় রাঙামাটিতে নতুন আরো ১০ জন করোনায় আক্রান্ত হয়েছে, এ নিয়ে রাঙামাটিতে মোট আক্রান্ত ২৪ জন।
রাঙামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা বিষয়টি নিশ্চিত করে জানান, আজ বৃহস্পতিবার (১৪ মে) রাঙামাটি সদর হাসপাতালের ১ জন নার্স, ১ জন আয়া সহ লংগদু উপজেলায় ২ জন, জুরাছড়ি উপজেলায় ৬ জন সহ নতুন মোট ১০ জন করোনায় আক্রান্ত হয়েছে।
তিনি জানান, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) থেকে আজ সন্ধ্যায় ৪০টি রিপোর্ট এসেছে। তার মধ্যে ১০ জনের করোনা সনাক্ত হয়েছে। এরা সকলেই সুস্থ আছে বলে জানান তিনি