বান্দরবানের আদালতে ভার্চুয়াল শুনানী, ২২টি মামলার মধ্যে ১২মামলায় ১৭জনের জামিন
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেক্স
প্রথমবারের মতো পার্বত্য জেলা বান্দরবানে জেলা জজ আদালতে ভার্চুয়াল আদালতে মামলার শুনানী অনুষ্ঠিত হয়েছে।
১৪মে বৃহস্পতিবার ২২ টি মামলার সবগুলোর শুনানী হয়েছে। এসময় ১২টি মামলায় ১৭ আসামীর জামিন মঞ্জুর করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, হত্যা, ধর্ষণ,বিপুল পরিমান মাদকের মামলাগুলো নামঞ্জুর করা হয়েছে। নামঞ্জুরের সংখ্যা ছিলো ৯ টি মামলা। পুনরায় শুনানীর জন্য রাখা হয়েছে ১টি মামলা।
জেলা জজ আদালতে ভার্চুয়াল কোর্টে ৪টি মামলার শুনানী ৪টি হয়েছে। এসময় জামিন মঞ্জুর হয়েছে ২টি মামলার ২জন আসামীর এবং না মঞ্জুর হয়েছে ২ টি মামলা।