খাগড়াছড়িতে স্বাস্থ্যকর্মীসহ নতুন ৫ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১৮
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলায় এক স্বাস্থ্যকর্মীসহ নতুন আরো ৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে।
২২মে শুক্রবার রাতে জেলার সিভিল সার্জন ডা. নূপুর কান্তি দাশ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার রাতে খাগড়াছড়িতে আরও পাঁচজন করোনা শনাক্তের রিপোর্ট হাতে এসেছে। তাদের মধ্যে এক স্বাস্থ্য কর্মী রয়েছেন। এ জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১৮ জন। তবে প্রথম আক্রান্ত একজন পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, নতুন শনাক্ত পাঁচজনের মধ্যে জেলা সদরের একজন, দীঘিনালার দুইজন, মাটিরাঙ্গার একজন ও মানিকছড়ি উপজেলার একজন রয়েছেন।